পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দেশে চিনা সামগ্রী বামপন্থীরা নয়, BJP-ই ঢুকিয়েছে : বিমান বসু - somen mitra

By

Published : Jul 3, 2020, 1:00 PM IST

" চিনের সামগ্রী বামপন্থীরা এদেশে ঢোকায়নি । আজ যাঁরা চিনা বস্তু বর্জনের কথা বলছেন, তাঁরাই এদেশে চিনের সামগ্রী ঢুকিয়েছিলেন ।" গতকাল ফরওয়ার্ড ব্লকের প্রয়াত প্রাক্তন রাজ্য সম্পাদক অশোক ঘোষের 98 তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে এসে একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ উপস্থিত ছিলেন RSP-র মনোজ ভট্টাচার্য, CPI-এর স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ সেখানে বিমান বসু আরও বলেন, " কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করছে । এই অশান্ত সময় প্রিয়াঙ্কা গান্ধিকে বাংলো ছেড়ে চলে যেতে বলা মানে তাঁকে বিপদে ফেলা । দেশকে আত্মনির্ভর হওয়ার কথা বলে সমস্ত জাতীয় সম্পত্তিকে বেসরকারিকরণ করে দিচ্ছে মোদি সরকার । " অন্যদিকে, সোমেন মিত্র বলেন, " বামপন্থী ও কংগ্রেসের আদর্শগত পার্থক্য থাকলেও , কর্মসূচি একই ৷ তাই কোনও দ্বন্দ্ব থাকলে মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে ৷ তাদের সব শরিকদলের সঙ্গে কথা বলে একটা জয়েন্ট প্ল্যাটফর্ম করার চেষ্টা করব ৷ "

ABOUT THE AUTHOR

...view details