পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

করোনায় আড়ম্বরহীন উল্টোরথ, মায়াপুর ইসকনে একটি রথেই বাড়ি ফিরলেন তিন ভাইবোন - rath

By

Published : Jul 20, 2021, 7:38 PM IST

করোনা বিধি মেনে গুটিকয়েক ভক্তদের নিয়ে নিয়মরক্ষার উল্টোরথ পালিত হল তীর্থনগরী মায়াপুরের ইসকন মন্দিরে ৷ একটি রথে চড়েই বাড়ি ফিরলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৷ করোনা বিধিকে মান্যতা দিতেই সমস্ত রকম বিধি-নিষেধ মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে ইসকনের তরফে । প্রতি বছর নবদ্বীপের রাজাপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রান্ত করে তিন ভাইবোন মাসির বাড়ি থেকে ইসকন মন্দিরে পৌঁছাতেন । কিন্তু এবছর করোনার জেরে ইসকন মন্দিরের ভিতরে শুধুমাত্র 100 মিটার পথ অতিক্রম করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ।

ABOUT THE AUTHOR

...view details