গুন্ডামি করতে এলে চুপ থাকব না, বিজেপিকে হুঁশিয়ারি কল্যাণের - Trinamool leader kalyan banerjee attacked BJP state president dilip ghosh
ভোট যত এগিয়ে আসছে তৃণমূল-বিজেপি নেতাদের মধ্যে পরস্পরকে আক্রমণের ঝাঁঝ বাড়ছে। এদিন ফের একবার বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপি গুন্ডাদের দল ৷ দাঙ্গাকারীদের দল ৷ তৃণমূল হিংসায় বিশ্বাসী নয় ৷ গুন্ডামি যদি করতে আসে চুপ করে বসে থাকব না । আমাদের একটা ছেলের গায়ে হাত দিয়ে দেখুক। তারপর যা ব্যবস্থা করার আমরা তা করব। কত মস্তান হয়েছে দেখব। আমরা সিপিএমের সঙ্গে লড়াই করে উঠেছি। তৃণমূলের আরেক নাম সংগ্রাম ও প্রতিবাদ।"