মুখ্যমন্ত্রীর জনসভার আগে কপ্টার পরীক্ষা - Mamata Banerjee visit to Gopalnagar
চলতি মাসে গোপালনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 10 ডিসেম্বর গোপালনগর হাইস্কুলের মাঠে সভা করবেন তিনি । সেই কারণে স্কুলের মাঠে সভামঞ্চ তৈরি করা হচ্ছে । আর তার পাশের মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড । শনিবার অর্থাৎ গতকাল বিকেল 3 টে নাগাদ গোপালনগর হাইস্কুল সংলগ্ন অস্থায়ী হেলিপ্যাডে পরীক্ষামূলক ভাবে একটি হেলিকপ্টার নামে । কপ্টারের রোটারের আওয়াজ কানে যেতেই নিমেষের মধ্যে হেলিপ্যাডের চারপাশে ভিড় জমে যায় । কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে নিরাপদে অবতরণ করে কপ্টারটি । ফের 3 টে 45 নাগাদ হেলিকপ্টারটি কলকাতার দিকে ফিরে যায় । এদিন অস্থায়ী হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বনগাঁর পুলিশ সুপার-সহ মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা দলের কর্মীরা ।