Gosaba Election: গোসাবার বুথে নদীপথে রওনা দিলেন ভোটকর্মীরা - গোসাবা ব্লক প্রশাসন
আগামী শনিবার 30 অক্টোবর ভোটগ্রহণ হতে চলেছে সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রে ৷ এই বিধানসভার বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যু হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ৷ শনিবারের সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শেষ করে ফেলেছে ব্লক প্রশাসন ৷ গোসাবা বিধানসভার 16টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট 330টি বুথে ভোটগ্রহণ করা হবে ৷ নির্বিঘ্নে যাতে ভোটকর্মীরা নির্দিষ্ট সময়ের আগে তাঁরা নিজ নিজ বুথে পৌঁছে যেতে পারেন, সেই কারণে বৃহস্পতিবারই সমস্ত কর্মীদের জলপথে মোট 70টি লঞ্চ ও যন্ত্রচালিত বোটে চাপিয়ে বুথে পাঠানোর বন্দোবস্ত করে গোসাবা ব্লক প্রশাসন ৷