পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 23, 2020, 8:19 PM IST

ETV Bharat / videos

130 বছরের ঐতিহ্য ভেঙে ট্রাকে চড়ে মাসির বাড়ি গেলেন মদনমোহন

ভেঙে গেল 130 বছরের ঐতিহ্য় ৷ এবার রথে নয়, ট্রাকে চড়ে মাসির বাড়ি গেলেন মদনমোহন ৷ তার আগে রথের আদলে সাজানো ট্রাকে কোচবিহার শহর ঘুরলেন কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা । তবে, সংক্রমণ রুখতে ছিল বিধিনিষেধ ৷ ফলে এ যাত্রায় ভক্তদের ভিড় ছিল না । সোমবার সন্ধ্যায় রাজমাতা ও ডাঙরআই মন্দিরের দুই মদনমোহন কোচবিহার-মদনমোহন বাড়িতে আসেন । রাতে তিন মদনমোহনের অধিবাস পুজো হয় । মঙ্গলবার সকালে ফের বিশেষ পুজো হয় । প্রথা মেনে পুজোয় উপস্থিত ছিলেন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান । আজ বিকেল 4 টা 45 নাগাদ ট্রাকে করে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন তিন মদনমোহন । নিয়ম মতো সাতদিন পর উলটো রথের দিন মূল মন্দিরে ফিরবেন দেবতা মদনমোহন ।

ABOUT THE AUTHOR

...view details