অসমে পাচারের আগে কোচবিহারে 12 লাখ টাকার গাঁজা উদ্ধার - ganja trafficking to assam
অসমে পাচারের আগেই কোচবিহারের শুনশুনি বাজার এলাকা থেকে উদ্ধার হল 12 লাখ টাকার গাঁজা । ঘটনায় গ্রেপ্তার কমলাকান্ত বর্মণ ও সঞ্জিত বর্মণ নামে দু'জন । ধৃতরা সম্পর্কে পিতা-পুত্র । ধৃতদের আজ আদালতে তোলা হয় । এই পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।