Digha Fishermen : দিঘায় ট্রলারডুবি, সাঁতরে তীরে পৌঁছলেন 6 মৎস্যজীবী - সমুদ্রে ট্রলারডুবি
অমাবস্যা কোটালের জেরে উত্তাল সমুদ্র । গতকাল এর মধ্যে নামখানার নারায়ণপুরের 6 জন মৎস্যজীবী "এফবি সিজা" নামে একটি ছোট ট্রলারে দিঘায় গভীর সমুদ্রে পাড়ি দেন । কিন্তু সমুদ্রে বিপাকে পড়েন তাঁরা ৷ নিজেদের বাঁচাতে দিঘার উপকূলে পৌঁছানোর চেষ্টা করলে যান্ত্রিক গোলযোগে খারাপ হয়ে যায় ট্রলার । দিঘার সমুদ্র তীরের কাছে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় মৎস্যজীবীদের ট্রলারটি । প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন তাঁরা । কোনও রকমে সাঁতার কেটে তীরে পৌঁছান 6 জন । এঁদের মধ্যে 4 জন মৎস্যজীবীকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় প্রাথমিক চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে ।