পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হাওড়া রেল মিউজ়িয়ামের পাশে পরিত্যক্ত বাসে আগুন - হাওড়া রেল মিউজিয়াম

By

Published : Feb 15, 2020, 6:15 PM IST

আজ বিকেল পৌনে পাঁচটা নাগাদ দাউদাউ করে জ্বলে ওঠে বাসটি । কালো ধোঁয়ায় ঢেকে যায় মিউজ়িয়ামের আশপাশ । আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে । ঘটনাটি নজরে আসে হাওড়া পুলিশের । খবর যায় দমকলে । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । প্রায় 20 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল । তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাশে পড়ে থাকা ময়লায় কেউ আগুন লাগিয়েছিল ৷ সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে ।

ABOUT THE AUTHOR

...view details