রাজনীতি অন্তরে, আমার কাজ গান করা : সুরজিৎ - সুরজিৎ চ্যাটার্জি
"শিল্পীরা ভাল নেই ৷ রোজগারে চাপ পড়েছে ৷ আমরা যাঁরা অল্পস্বল্প নাম করেছি, খানিকটা পয়সা জমাতে পেরেছি, তাঁদের চলে যাচ্ছে ৷" শনিবার বাউল শিল্পীদের পাশে দাঁড়াতে বোলপুরে এসে বললেন সুরজিৎ চট্টোপাধ্যায় ৷ সুরজিৎ বলেন, "অনামী শিল্পীরা একদমই ভাল নেই ৷ এই সময় একে অপরের পাশে দাঁড়াতে হবে আমাদের ৷ সাধ্যমতো চেষ্টা করছি ৷" তাঁর মতে, "আমি অনলাইন অনুষ্ঠানের পক্ষপাতি নেই ৷" রাজনীতি নিয়ে শিল্পীর মন্তব্য, "বাংলা সিনেমার অনেকেই রাজনীতিতে গেছেন ৷ আমার রাজনীতি অন্তরে, আসল কাজ গান করা ৷"
Last Updated : Jul 17, 2021, 9:23 PM IST