সবই আসলে গটআপ গেম, BJP-র মিছিল নিয়ে মন্তব্য অশোকের - রণক্ষেত্র কলকাতা, সবই আসলে গটআপ গেম : অশোক ভাট্টাচার্য
BJP-র নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে একাধিক এলাকা । কলকাতা ও হাওড়ায় BJP-র মিছিল আটকায় পুলিশ । এই নিয়ে CPI(M) নেতা অশোক ভট্টাচার্য বলেন, "সবই আসলে গটআপ গেম। দুই দল প্রাসঙ্গিক থাকতে পরিকল্পনা করেই এসব করছে।"
Last Updated : Oct 8, 2020, 4:21 PM IST