কেন্দ্রীয় বাজেটে কমেছে শিক্ষাখাতে বরাদ্দ, কী বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ? - কেন্দ্রীয় বাজেটে কমেছে শিক্ষাখাতে বরাদ্দ, কী বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ?
কেন্দ্রীয় বাজেট ঘোষিত হওয়ার পর থেকেই সরকার পক্ষকে একহাতে নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল ৷ গতবছরের তুলনায় এবছর কেন্দ্রীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কমেছে 6 শতাংশেরও বেশি ৷ তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, "শুধু 6 শতাংশ কেন ? সমগ্র শিক্ষা অভিযানে 10 শতাংশ কমে গেছে। জাতীয় শিক্ষানীতির যে প্রেক্ষাপট নিয়ে তাঁরা আলোচনা করেছিলেন সেই অর্থই বরাদ্দ করেননি। বরং, অর্থ কেটে নিয়েছে। পেলামই তো না, বরং আরও কমে গেল। জাতীয় শিক্ষানীতিতে যে ব্যাপক পরিকাঠামো গঠনের কথা বলা হয়েছে তার কোনওটাই তো সম্ভব হবে না।"