"অক্সিজেন চাই", রোগীর আর্তি শুনেই হাসপাতালের ভিতরে নিয়ে গেলেন ডাক্তাররা - doctor
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেও চলছে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ । বন্ধ বহির্বিভাগ । খোলা রয়েছে ইমারজেন্সি । সেখানেও রোগীদের ভিড় আর পাঁচদিনের মতো নেই । হাতে গোনা কয়েকজন রোগী রয়েছেন ইমারজেন্সি বিভাগের সামনে । এর মাঝেই আজ বিক্ষোভকারী ডাক্তারদের সামনে হঠাৎ আসেন দু'জন মধ্য বয়স্ক ব্যক্তি । তাঁরা অক্সিজেন চাইতে শুরু করেন । এক ব্যক্তি ডাক্তারদের উদ্দেশে বলেন, "আপনারাই বলে দিন আমরা কোথায় যাব । কিছু না করতে পারলে লিখে দিন যে আপনারা কিছু করতে পারছেন না । আমি নিঃশ্বাস নিতে পারছি না । আমাকে একটু অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করুন ।" এই কথা শোনার পরই তাঁকে হাসপাতালের ভিতরে নিয়ে যান জুনিয়র ডাক্তাররা ।