পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গুণ্ডা দিয়ে ভোট করাতে পারবে না, ভয় পাচ্ছে তৃণমূল; কটাক্ষ দিলীপের - dilip ghosh

By

Published : Feb 22, 2021, 1:08 PM IST

"তৃণমূল গুণ্ডা দিয়ে ভোট করাতে পারবে না বলে ভয় পাচ্ছে ৷" মন্তব্য দিলীপ ঘোষের ৷ ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে গতকাল বিজেপিকে বিঁধেছিলেন ব্রাত্য বসু ৷ সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে রাজ্য সভাপতি বলেন, "শাসক দল যেভাবে রাজ্যের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে । সাধারণ মানুষ আর তা মেনে নিতে পারছেন না । তাঁরা পরিত্রাণ চাইছেন । আসলে রাজ্য পুলিশ দিয়ে ভোট করালে মানুষ ভোট দিতে পারে না । পঞ্চায়েত নির্বাচনেও মানুষকে ভোট দিতে বাধা দিয়েছিল । তাই রাজ্যের মানুষ কেন্দ্রীয় বাহিনী দেখে খুশি ।"

ABOUT THE AUTHOR

...view details