পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কে ডি সিং-এর ব্যক্তিগত বিমানে দিদিমণি ঘোরাঘুরি করতেন : অর্জুন সিং - Didimani used

By

Published : Jan 14, 2021, 2:13 PM IST

কে ডি সিং-কে ঝাড়খণ্ড থেকে হাত ধরে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দু’জনের মধ্যে কথা হয়েছিল, ভোটের সময় কে ডি সিং দিদিমণিকে টাকা দেবেন, পরিবর্তে দিদিমণি তাঁকে দেখবেন ৷ কথা রেখেছিলেন দিদিমণি ৷ হিন্দ মোটর কে ডি সিং-এর হাতে তুলে দেওয়ার সব ব্যবস্থা করেছিলেন তিনি ৷ কে ডি সিং ভাইপোর আত্মীয় ৷ আর এখন দিদিমণি বলছেন, কে ডি সিংকে তিনি চেনেন না৷” বৃহস্পতিবার মালদায় চায়ে পে চর্চায় অংশ নিয়ে এই মন্তব্য করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details