পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durgapur: ঘন কুয়াশার জেরে দুর্গাপুরে শীতের অনুভূতি - পশ্চিম বর্ধমান

By

Published : Nov 16, 2021, 1:24 PM IST

নভেম্বরে দু'দিন একটানা বৃষ্টি হয়েছে রাজ্যে। আর বৃষ্টি শেষে শীতের দাপট শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল শিল্পশহরে শীতের অনুভূতি। ঘন কুয়াশার চাদরে মোড়া শহরের রাস্তাঘাট। আর এই কুয়াশার দাপটের কারণে সকাল থেকেই যেন অলিখিত কার্ফু জারি হয়েছে শহরজুড়ে। যেহেতু আজ থেকে স্কুল খুলেছে, তাই কুয়াশার চাদরকে ভেদ করে স্কুলে যাওয়ার তাড়া। তবে বাস,গাড়ি খুব বেশি চলেনি রাস্তায়। খুব প্রয়োজনে যাঁরা বেরিয়েছেন তাঁরাও যথেষ্ট সাবধানী। শীতের শুরুতেই এই কুয়াশার চাদরে মোড়া শহরের এমন ছবি দেখে অনেকেই বলছেন, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে ৷ তবে কুয়াশার এই আবেশ বেশ ভাল লাগছে।

ABOUT THE AUTHOR

...view details