অন্ডালে কৃষি বিলের প্রতিবাদে বাম-কংগ্রেসের জাতীয় সড়ক অবরোধ - কৃষি বিলের প্রতিবাদে বাম-কংগ্রেসের জাতীয় সড়ক অবরোধ
কেন্দ্রের নয়া কৃষি বিলসহ একাধিক ইশুতে আজ রাজ্যজুড়ে চলছে বাম-কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি । বেলা 12 টা নাগাদ অন্ডালের কাজড়া মোড় এলাকায় কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হল । প্রায় এক হাজার বাম ও কংগ্রেস নেতা-কর্মী প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন । অবরোধের কারণে প্রায় আধ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল । সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল পুলিশ, র্যাফ ও কমব্যাট ফোর্স । জামুড়িয়ার CPI(M) বিধায়ক জাহানারা খান বলেন, "বাম ও কংগ্রেস একসঙ্গে জোট বেঁধে মোদি সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ করবে দেশের সর্বত্র ।" কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, "2021-এর ভোটে বাম-কংগ্রেস জোট বেঁধে লড়াই করবে । কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের অপশাসনের বিরুদ্ধে ।" শুক্রবার নরেন্দ্র মোদির কুশপুত্তলিকাও দাহ করা হয় ৷