কোরোনা হাসপাতালের মহিলা ওয়ার্ডে নাচ-গান আক্রান্তদের, ভাইরাল ভিডিয়ো - covid 19 positive Women
অনেক সময় কোরোনায় আক্রান্ত ব্যক্তি নিজের মনোবল হারিয়ে ফেলেন ৷ অবসাদে ভুগতে শুরু করেন ৷ এই পরিস্থিতিতে অবসাদ থেকে রেহাই পেতে, মনোবল বাড়াতে হাসপাতালের ভিতরেই নাচলেন, গাইলেন কোরোনা আক্রান্ত মহিলারা । সোশাল মিডিয়ায় ভাইরাল কোচবিহার কোরোনা হাসপাতালের এমনই একটি ভিডিয়ো ৷ গতকাল কোরোনা আক্রান্তদের নাচের সেই ছবি CCTV-তে ধরা পড়ে । তারপরই ভাইরাল হয়ে যায় ।