পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"মুখ্যমন্ত্রীর কাছে আর ক'দিন সময় আছে, রাজ্যে NRC নিয়ে সিদ্ধান্ত নেবে BJP" - mamata bandhopadhyay

By

Published : Sep 19, 2019, 10:56 PM IST

আগামীকাল দাড়িভিটকাণ্ডের বর্ষপূর্তিতে একাধিক কর্মসূচি রয়েছে ৷ আর তাতে যোগ দিতে আজ সন্ধ্যায় ইসলামপুর পৌঁছান দেবশ্রী চৌধুরী । তিনি বলেন, রাজ্যে NRC হবে কি না তার সিদ্ধান্ত নেবে BJP ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আর ক'দিন সময় আছে ৷ NRC প্রসঙ্গে তাঁর কোনও সিদ্ধান্ত কার্যকরী হবে না ৷ "

ABOUT THE AUTHOR

...view details