পর্যটন বিকাশে হোম স্টে করতে সাহায্য করবে কেন্দ্র, আশ্বাস মন্ত্রীর - Union Tourism Minister Prahlad Patel
পর্যটন বিকাশে রাজ্য সরকার সাহায্য করছে না। তবে কেউ হোম স্টে করতে চাইলে আমরা সাহায্য করব। তাতে রাজ্যের কোনও সাহায্যের দরকার নেই বলে জানালেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ি জেলা হয়ে আলিপুরদুয়ারে যান তিনি। পর্যটনমন্ত্রী জানান, পর্যটন শিল্পের বিকাশের জন্য শান্তির বাতাবরণ প্রয়োজন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সেই শান্তির বাতাবরণ তৈরি হবে, ঘটবে পর্যটন শিল্পের বিকাশ। কর্মসংস্থান বাড়বে। এদিন কেন্দ্রীয়মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা।