লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের - লালার ঘনিষ্ঠ গণেশ বাগাডিয়ার
তিনবার সমন দিলেও সিবিআইয়ের ধরাছোঁয়ার বাইরে অনুপ মাঝি ওরফে লালা । বেপাত্তা লালার সন্ধান পেতে এবার লালার ঘনিষ্ঠ গণেশ বাগাডিয়ার বাঙ্গুর এ ব্লকের বাড়িতে গতকাল তল্লাশি অভিযান চালায় সিবিআই । এ ব্লকের 313 নম্বর বাড়িতে অভিযান চালায় সিবিআই আধিকারিকরা । সেখান থেকে নথিপত্র বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা । অভিযোগ, কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অনুপ মাঝির খুব ঘনিষ্ঠ ছিলেন গণেশ বাগাডিয়া ৷