কোন প্রলোভনে বিপ্লব মিত্ররা তৃণমূলে ফিরলেন তা খতিয়ে দেখা হবে : রাহুল - Rahul Sinha
"বিপ্লব মিত্র ও তাঁর ভাই কেন দল ছাড়লেন সেটা বোধগম্য হচ্ছে না । পাটি এই বিষয়ে নিশ্চয় খোঁজখবর নেবে । এর পিছনে তৃণমূল নতূন কী খেলা খেলেছে সেটাও খতিয়ে দেখা হবে। কোন প্রলোভনে তাঁরা তৃণমূলে ফিরে গেলেন এই বিষয়টা পাটি অবশ্যই খতিয়ে দেখবে।" বললেন BJP নেতা রাহুল সিনহা ।