পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

উদ্ধার ব্রাউন সুগার, গ্রেপ্তার 4 - brown sugar

By

Published : Oct 10, 2020, 9:26 PM IST

পাচারের আগে ভারত-ভুটান সীমান্তের জয়গা থেকে উদ্ধার ব্রাউন সুগার। বিদেশে ব্রাউন সুগার পাচারের অভিযোগে জয়গার চার স্থানীয় যুবককে গ্রেপ্তার করলো জয়গা থানার পুলিশ। ব্রাউন সুগার পাচারের কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়িও আটক করেছে পুলিশ। জয়গা থানার পুলিশ চার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, আগামীকাল অভিযুক্তদের আদালতে পেশ করে ধৃতদের রিমান্ড চাওয়া হবে।পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া 290 গ্রাম ব্রাউন সুগারের বাজার মূল্য পাঁচ লাখ টাকা। শনিবার বিকেলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শনিবার ভুটান সীমান্ত জয়গা পাসাখা মোর এলাকায় একটি গাড়ি আটক। সেই গাড়ি থেকেই 290 গ্ৰাম ব্রাউন সুগার সহ চার জনকে গ্ৰেপ্তার করে পুলিশ। ধৃত চারজনই জয়গা এলাকার বাসিন্দা। এরা মালদা থেকে ব্রাউন সুগার ক্রয় করে নিয়ে আসছিল জয়গাতে ৷

ABOUT THE AUTHOR

...view details