BJP কর্মীকে খুঁটিতে বেঁধে মারধর, অভিযুক্ত তৃণমূল - kamalpore
BJP করায় দুর্গাপুরের এক যুবককে খুঁটিতে বেঁধে মারধর । অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । ভিডিয়োটি ভাইরাল হয় । দুর্গাপুর থানা এলাকার কমলপুরের ঘটনা । আক্রান্ত যুবকের নাম আনন্দ চন্দ্র । তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা নিখিল নায়েকের ভাই ওকু নায়েক ও ভাইপো তন্ময় নায়েক আজ মারধর করেছে । এদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শিপ্রা সরকার বলেন, "এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় । ওই যুবক তোলাবাজি চালাত এবং যাদের কাছে টাকা নিত তাদের TMC নেতা নিখিল নায়েকের নাম করে চমকাত ।"