Sukanta Majumder : রাজীবের দলত্যাগ নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির - BJP
বিজেপি ছেড়ে গতকাল, রবিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে তাঁর সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ তাঁর কটাক্ষ, ‘‘বলতে পারব না কোন স্বপ্নভঙ্গ হয়েছে । দলের প্রতি কোনও স্বপ্ন না নিজের ব্যক্তিগত কোনও স্বপ্ন দেখেছেন কি না সেটা তিনিই বলতে পারবেন ।’’ পশ্চিম মেদিনীপুরে দলের এক অনুষ্ঠানে গিয়ে তিনি এই কথা বলেন ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ৷