পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Saumitra Khan On Dev : বাঁশঝাড়ের দল ! দেবের খারাপ হতেও সময় লাগবে না, মন্তব্য সৌমিত্রর - তৃণমূল সাংসদ দেবকে সিবিআই-এর তলব সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন সৌমিত্র খাঁ

By

Published : Feb 10, 2022, 8:10 AM IST

Updated : Feb 10, 2022, 11:13 AM IST

সিবিআই অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেবকে তলব করছে। সূত্র মারফত খবর, গরু পাচারে এনামুলের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। দেবকে সিবিআইয়ের তলব সম্পর্কে বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির সহ-সভাপতি সৌমিত্র খাঁকে (Saumitra Khan On Dev) প্রশ্ন করায় উনি ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, "আমরা দেখেছি রোজভ্যালি সংক্রান্ত মামলায় অনেক অভিনেতা-অভিনেত্রীকে তলব করেছিল সিবিআই ৷ দেবের গরু পাচারের সঙ্গে যোগ থাকতে পারে এটা বিচিত্র কোনও বিষয় নয় ৷ তৃণমূল দলটাই পুর বাঁশঝাড়ের দল দেবের খারাপ হতেও বেশি সময়ও লাগবে না ৷"
Last Updated : Feb 10, 2022, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details