Saumitra Khan On Dev : বাঁশঝাড়ের দল ! দেবের খারাপ হতেও সময় লাগবে না, মন্তব্য সৌমিত্রর - তৃণমূল সাংসদ দেবকে সিবিআই-এর তলব সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন সৌমিত্র খাঁ
সিবিআই অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেবকে তলব করছে। সূত্র মারফত খবর, গরু পাচারে এনামুলের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। দেবকে সিবিআইয়ের তলব সম্পর্কে বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির সহ-সভাপতি সৌমিত্র খাঁকে (Saumitra Khan On Dev) প্রশ্ন করায় উনি ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, "আমরা দেখেছি রোজভ্যালি সংক্রান্ত মামলায় অনেক অভিনেতা-অভিনেত্রীকে তলব করেছিল সিবিআই ৷ দেবের গরু পাচারের সঙ্গে যোগ থাকতে পারে এটা বিচিত্র কোনও বিষয় নয় ৷ তৃণমূল দলটাই পুর বাঁশঝাড়ের দল দেবের খারাপ হতেও বেশি সময়ও লাগবে না ৷"
Last Updated : Feb 10, 2022, 11:13 AM IST