"মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতাশায় ভুগছে" - মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অর্জুন সিংয়ের
"পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতাশায় ভুগছে । পায়ের তলার মাটি সরে গেছে । তাই এধরনের আক্রমণ । গণতন্ত্রে রাজনীতি সবাই করতে পারে । কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এমন একটা সন্ত্রাস চালাচ্ছেন, যার নায়ক উনি নিজেই । " BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া দিলেন BJP সাংসদ অর্জুন সিং । উলুবেড়িয়া পূর্বের চেঙ্গাইল চাককাশিতে আজ একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি । সেখানেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান BJP সাংসদ । পাশাপাশি, আমফান দুর্গতদের ক্ষতিপূরণের টাকা বণ্টন ঘিরে দুর্নীতি নিয়েও সরব হন তিনি ।