সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে BJP, পাগড়ি-বিতর্কে আক্রমণ কল্যাণের - Kalyan Bandapadhyay attacked BJP over Balvinder issue
"BJP সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে । ইতিমধ্যে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রদপ্তর একটি টুইট করে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে । এই ঘটনাকে সংকীর্ণ স্বার্থে একটি রাজনৈতিক দল সাম্প্রদায়িক রং দিতে চাইছে ।" পাগড়ি-বিতর্কে BJP-কে আক্রমণ করে একথা বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির অনুষ্ঠানে যোগ দিতে এসে এই মন্তব্য করেন তিনি । 8 অক্টোবর যুব মোর্চার নবান্ন অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় শিখ সম্প্রদায়ের এক ব্যক্তির। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম বলবিন্দর সিং। তিনি BJP নেতা প্রিয়াংগু পাণ্ডের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ ৷ এদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যাওয়ার পর ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল।