Meena Devi Purohit on kMC Result :সন্ত্রাস হেরেছে, মানুষের সমর্থন জিতেছে ; জয়ের পর প্রতিক্রিয়া মীনাদেবী পুরোহিতের - Meena Devi Purohit
কলকাতা পৌরভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ছিল 22 নম্বর ওয়ার্ড ৷ শাসকদলের বিরুদ্ধে পোশাক ছিঁড়ে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত (Meena Devi Purohit) ৷ তবে 22 নম্বর ওয়ার্ড থেকে শেষ হাসি হাসলেন বিগত পাঁচবারের কাউন্সিলর মীনাদেবী (BJP candidate Meena Devi Purohit wins from 22 number ward) ৷ কলকাতা পৌরভোটের সবুজ ঝড়ের মধ্যে ডাবল হ্যাটট্রিক করলেন তিনি ৷ জয়ের পর ইটিভি ভারতের প্রতিনিধির মুখোমুখি হলেন জয়ী বিজেপি প্রার্থী ৷
TAGGED:
Meena Devi Purohit