হুগলিতে রেল ও সড়ক অবরোধ কৃষক সংগঠনগুলির - আরামবাগ
চুঁচুড়া, ডানকুনি, আরামবাগ, পাণ্ডুয়া সহ বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করেন বনধ সমর্থকরা। কৃষি আইন বাতিলের দাবি তোলা হয় ৷ কংগ্রেস ও বামপন্থী কৃষক সংগঠনের সদল্যরা একযোগে রাস্তায় নামে । চুঁচুড়া, আরামবাগ সহ একাধিক জায়গায় বাস আটকে দেওয়া হয় । রিষড়া স্টেশনে রেল অবরোধ করেন বনধ সমর্থকরা । মশাট বাজারে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন সিপিআইএম কর্মীরা । সকাল থেকেই বিভিন্ন জায়গায় দোকানপাটও বন্ধ রয়েছে।