মমতাদি ভয় পেয়েছেন, তাই বন্ধ রেখেছেন CMO : তেজস্বী সূর্য - BJP যুব মোর্চার নবান্ন অভিযান
আজ BJP যুব মোর্চার নবান্ন অভিযান । অভিযানে যোগ দিতে এসেছেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য । BJP-র সদর কার্যালয়ে কর্মীদের সঙ্গে রাতের খাবার খান তিনি । রাতেই দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তেজস্বী বলেন, মমতাদিদি ভয় পেয়েছেন। তাই CMO বন্ধ রেখেছেন বলে শুনতে পাচ্ছি। এটাই বাংলায় পরিবর্তনের সংকেত। এবং এর নেতৃত্বে রয়েছে রাজ্যের দেশপ্রেমী যুবসমাজ। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। প্রসঙ্গত, জীবাণুমুক্তকরণের জন্য আজ ও আগামীকাল বন্ধ থাকবে নবান্ন। তেজস্বী বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পবিত্র ভূমি কলকাতায় আমার প্রথম রাজনৈতিক কর্মসূচি । এই কর্মসূচি সফল হবেই । বাংলার মানুষ 2021 সালে পরিবর্তন আনবে ।" এদিকে অভিযানে যোগ দিতে আজ সকালে BJP-র সদর কার্যালয় মুরলীধর সেন লেনে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা । সেন্ট্রাল অ্যাভিনিউতে শুরু হয়েছে জমায়েত । সদর কার্যালয় থেকে মিছিল টি-সেন্ট্রাল অ্যাভিনিউ - মহাত্মা গান্ধি রোড, হাওড়া ব্রিজ, ফরসোর রোড হয়ে নবান্নে পৌঁছাবে। হেস্টিংয়ের মিছিলটি রেসকোর্স-PTS- বিদ্যাসাগর সেতু হয়ে নবান্ন যাবে । হাওড়া ময়দানের মিছিল টি-ক্যারিরোড- ফরসোর রোড- অবনিমল হয়ে নবান্ন যাবে । সাঁতরাগাছির মিছিলটি জমায়েত হবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে। সাঁতরাগাছি রোড হয়ে সোজা নবান্ন পৌঁছাবে।
Last Updated : Oct 8, 2020, 9:18 AM IST