পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কৃষক জাগলেই বাংলা জাগবে : রাহুল সিনহা - 'কৃষক জাগলেই বাংলা জাগবে' বললেন রাহুল সিনহা

By

Published : Jan 15, 2021, 11:07 AM IST

বিজেপির জনসংযোগের নয়া কৌশল মুষ্টিভিক্ষা ৷ যা নিয়ে রীতিমতো শোরগোল বঙ্গ রাজনীতিতে ৷ বাড়ির দুয়ারে গেরুয়া ঝোলা কাঁধে মুষ্টিভিক্ষা চাইতে দেখা গেল বিজেপি নেতা রাহুল সিনহাকে ৷ মুষ্টিভিক্ষার পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "সারা রাজ্যের 40 হাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এভাবেই একমুঠো করে চাল কৃষকের বাড়ি থেকে দান হিসাবে গ্রহণ করবেন ৷ পরে সেই দানকে খিচুড়ি করে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তাঁরা৷" তাঁর কথায়, "কৃষকই মর্তের ভগবান৷" আগামী 30 ও 31 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আসবেন ৷ একটি ব্লক থেকে সংগ্রহ করা চাল-ডালের খিচুড়ি অন্যান্য বিজেপি কার্যকর্তাদের সঙ্গে গ্রহণ করবেন ৷ তিনি আরও বলেন, "কৃষকের ঘরে নুন যখন খাচ্ছি, তখন গুণ গাইতেই হবে৷ কৃষক জাগলেই বাংলা জাগবে ৷ বাংলার অর্থনীতি জাগবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details