জিতেন্দ্র তিওয়ারিকে গো ব্য়াক স্লোগান - জিতেন্দ্র তিওয়ারি
দলত্যাগী জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে যেন ক্ষোভ মিটছেই না পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের। আজ সকালে জিতেন্দ্র তিওয়ারি প্রচারে যান ফরিদপুর থানার পাঠশাওড়া, ইছাপুর এলাকায়। বিজেপি কর্মীদের সঙ্গে হোলি উৎসবে সামিল হয়ে জনসংযোগ সারেন ৷ স্থানীয় একটি শিব মন্দিরে পুজো দেন ৷ সেসময় স্থানীয় একটি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে গো ব্য়াক স্লোগান দেন তৃণমূল সমর্থকরা ৷ কয়লা চোর, বালি চোর বলেও কটাক্ষ করেন ৷