রায়গঞ্জে ড্রোনে নজরদারি - বিধানসভা ভোট 2021
রায়গঞ্জ বিধানসভায় ভোটে অশান্তি রুখতে ড্রোনের সাহায্য নিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন । রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বুথে বুথে গিয়ে এই ড্রোন ক্যামেরা ব্যবহার করে জেলা পুলিশ ৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিংহের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বুথে পৌঁছে গিয়ে এই ড্রোন ব্যবহার করে ৷ আশপাশের চারিদিক খতিয়ে দেখা হয় ড্রোনের মাধ্যমে । ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ করতেই পুলিশের এই উদ্যোগ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার । সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ ।