আমার পায়ে পড়ার যোগ্যতা ওদের, তৃণমূলকে একহাত জিতেন্দ্রর - bjp candidate jitendra tiwari
পাণ্ডবেশ্বরে এলে পা ভেঙে দেব। জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের পর এভাবেই তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তীর বিরুদ্ধে। সে প্রসঙ্গেই গতকাল শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। বলেন, "পা ভাঙার নয়, আমার পায়ে পড়ার যোগ্যতা ওদের ।" অন্ডালে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, "গুন্ডা হলে কথা ছিল ৷ মুরগি চোরদের বোমা বাঁধতে দিয়েছে । এমনটাই তো হওয়ার কথা ৷ বিজেপি কর্মী ও জনগণকে বলছি, এদের ভয় পাওয়ার কিছু নেই । এরা সব মুরগি চোর ।"