বাংলা থেকে বিজেপি উৎখাতের সূত্রপাত হল, বললেন অশোকনগরের জয়ী প্রার্থী নারায়ণ গোস্বামী - অশোকনগর
অশোকনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীকে 25 হাজার 140 ভোটে পরাজিত করলেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী ৷ বছরের 365 দিনই অশোকনগরের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে নারায়ণ গোস্বামী বললেন, "এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ মানুষের ।" বাংলার মাটি থেকে বিজেপিকে উৎখাতের এটাই সূত্রপাত বলে জানিয়েছেন তিনি ৷ জয়ের পর এদিন ভিকট্রি সাইনও দেখান জয়ী তৃণমূল প্রার্থী ৷