ফল বেরোনোর আগেই উচ্ছ্বসিত BJP কর্মীরা - alipurduar
ফল বেরোনোর আগেই আলিপুরদুয়ারে উচ্ছ্বসিত BJP কর্মীরা । আলিপুরদুয়ারের BJP প্রার্থী জন বার্লা । তাঁর জয়ের আভাস পেয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ শুরু করেছেন কর্মীরা । এই বিষয়ে BJP নেতা মনোজ টিগ্গা বলেন, "জয়ের আভাস পেয়ে আমাদের কর্মীরা উচ্ছ্বসিত । পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে সাফল্য দেখেও আমাদের কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছে ।" দেখুন ভিডিয়ো...