পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আশায় বাঁচে চাষা" শুভেন্দু প্রসঙ্গে সায়ন্তনকে কটাক্ষ অরূপ রায়ের - political news

By

Published : Dec 2, 2020, 6:56 PM IST

"আশায় বাঁচে চাষা ৷ চাষা তাকিয়ে থাকে আকাশের দিকে কখন বৃষ্টি হবে ৷" BJP নেতা সায়ন্তন বসুকে কটাক্ষ করে মন্তব্য তৃণমূল নেতা অরূপ রায়ের ৷ শুভেন্দু অধিকারীকে নিয়ে আশা ছাড়ছে না BJP । বুধবার সকালে হাওড়ায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে বলেছিলেন সায়ন্তন বসু ৷ যার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন অরূপ রায় ৷ তিনি আরও বলেন, "শুভেন্দু আমাদের দলের সম্পদ ৷ শুভেন্দু দলে থাকবে এটাই স্বাভাবিক ৷ তিনি লড়াই করে নেতা হয়েছেন ৷ সুতরাং যা করেছেন ঠিক করেছেন ৷ তাঁকে আমি অভিনন্দন জানাই ৷ "

ABOUT THE AUTHOR

...view details