আমাকে আগে কেউ মারতে পারেনি, এখনও পারবে না : অনুব্রত - অপদার্থ প্রধানমন্ত্রী বললেন অনুব্রত মণ্ডল
"1977 সাল থেকে রাজনীতি করছি । 1987 সাল থেকে কঠিন রাজনীতি করেছি । সেই আমলে আউসগ্রামের জঙ্গলে আমাকে কেউ মারতে পারেনি। আর কেউ মারতে পারবে না ।" আউসগ্রামের দলীয় সভা থেকে মন্তব্য অনুব্রত মণ্ডলের ৷ সৌমিত্র খাঁ অনুব্রত মণ্ডলকে নাম না করে আক্রমণ করেছিলেন ৷ তার উত্তরে আজ একথা বলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি ৷ পাশপাশি দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন অনুব্রত ৷ বলেন, দেশের কোরোনা সংক্রমণের নায়ক মোদি ৷ তাঁর কথায়, "মোদি একজন অপদার্থ প্রধানমন্ত্রী ৷ দেশের শ্রমিকদের যিনি পরিযায়ী, বলেন তিনি নিজে একজন পরিযায়ী প্রধানমন্ত্রী ।" এদিন দলীয় কর্মীদের আগামী বিধানসভা নির্বচনের জন্য প্রস্তুত হতেও বলেন অনুব্রত মণ্ডল ৷