সিঁথিতে গোডাউনে আগুন - south city road
সাউথ সিঁথি রোডের একটি গোডাউনে আগুন ৷ গতকাল রাত পৌনে বারোটা নাগাদ সিঁথি থানার কিছুটা দূরে গাড়ির বিভিন্ন বাতিল যন্ত্রাংশের ওই গোডাউনে আগুন লাগে ৷ গোডাউনটিতে গাড়ি কাটার কাজ চলে ৷ দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, গাড়ি কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকেই এই ঘটনা ঘটে ৷ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 6 টি ইঞ্জিন ৷ গোডাউনের পাশেই রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ৷ কিছু দূরেই রবীন্দ্রভারতীর পড়ুয়াদের থাকার জায়গা ৷ তারপরও কীভাবে এই গোডাউন চলছে, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷