শাসক দলের দখলে কমিউনিটি হল ! - আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র
সামাজিক অনুষ্ঠান । শামিয়ানা খাটাতে গিয়ে যাতে মোটা টাকা খসানোর শঙ্কা ? সেই আশঙ্কা মোচনেই এই কমিউনিটি হল । রাজ্য সরকারের এই উপকারে খুশি হয়েছিলেন আসানসোলের ডামরা কোলিয়ারির মানুষজন । কিন্তু সে গুড়ে বালি । এমনটাই মনে করছেন তাঁরা । অভিযোগ, শাসক দলের নেতা ভোলানাথ হাঁড়ি ও সৌরভ হাঁড়ি কমিউনিটি হলটি জবরদখল করে জিম খোলার পরিকল্পনা নিয়েছে । যদিও তাঁরা সেই অভিযোগ অস্বীকার করেছে ।