পুলিশকর্মীকে "ভারত মাতা কি জয়" বলিয়ে চা খাওয়ালেন অগ্নিমিত্রা - ভারত মাতা কি জয়
দলীয় কর্মসূচিতে এক পুলিশকর্মীকে হাতের সামনে পেয়ে তাঁকে ডেকে "ভারত মাতা কি জয়" বলালেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। আজ আসানসোলের ধাদকা এলাকায় বিজেপির একটি কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন তিনি। কর্মসূচিতে দলীয় কর্মী এবং এলাকাবাসীদের চা খাওয়াচ্ছিলেন অগ্নিমিত্রা। সেই সময় ওই এলাকায় দায়িত্ব সামলাচ্ছিলেন আসানসোল উত্তর থানার এক পুলিশকর্মী। তাঁকে অগ্নিমিত্রা চা খেতে সামনে ডাকেন। পুলিশকর্মী প্রথমে না আসতে চাইলে অগ্নিমিত্রা মাইক হাতে বলেন, "ভয় নেই, তৃণমূল দলটাই উঠে যাবে।" ওই পুলিশকর্মী সামনে এলে তাঁর হাত ধরে বলেন, "ভারত মাতা কি জয় বলুন।" প্রথমে সংকোচে আস্তে বলেন ওই পুলিশকর্মী। শেষে অগ্নিমিত্রা আবার বলার কথা জানিয়ে ওই পুলিশকর্মীর মুখে মাইক ধরলে, পুলিশকর্মী বলে ওঠেন "ভারত মাতা কি জয়"।