টানা বৃষ্টিতে ফের পাহাড়ে ধস, ক্ষতিগ্রস্ত 55 নম্বর জাতীয় সড়ক - তিনধারিয়া
টানা বৃষ্টিতে ফের ধস কার্শিয়াংয়ে । শুক্রবার সকালে কার্শিয়াংয়ের তিনধারিয়া এলাকার গ্যারিগাঁওতে ধস নামে । ধসের ফলে 55 নম্বর জাতীয় সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । খবর পেয়ে দার্জিলিং জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ শুরু করে । ইতিমধ্যেই জেলা প্রশাসন ও গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকরাও ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের উদ্যোগ নিয়েছেন । পাশাপাশি শুরু হয়েছে ধস সরানোর কাজ । ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইনও ৷ এর আগেও 2020 সালে টানা বৃষ্টির ফলে তিনধারিয়ার কাছে 55 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল । সেই সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের যোগাযোগ ব্যবস্থা । যদিও এদিনের ধসের ফলে হতাহত বা বড় রকমের ক্ষতির কোনও খবর নেই বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম । তবে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।