পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অনুব্রত-র হুঁশিয়ারির পর বিশ্বভারতীর ভিতরে তৃণমূলের পতাকা - TMC flag

By

Published : Dec 29, 2020, 11:38 AM IST

Updated : Dec 29, 2020, 1:05 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে থাকাকালীন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবার তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হল । এর আগে বিশ্বভারতীর ভিতরে কোনও রাজনৈতিক দলের পতাকা, ব্যানার দেখা যায়নি । প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিয়েছিলেন, "বিশ্বভারতীর উপাচার্য যদি পাগলামি না ছাড়েন, তাহলে এবার বিশ্বভারতীর ভিতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেব । এবার সরাসরি বিশ্বভারতীতে রাজনীতি করব।" তারপরেই বিশ্বভারতীর ঐতিহ্যবাহী তালধ্বজ, তিন পাহাড়ের বেড়া জুড়ে দেখা গেল তৃণমূলের দলীয় পতাকা । এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর । তিনি বলেন, "কোনও রাজনৈতিক দলের বিশ্বভারতীর মধ্যে প্রবেশ করার কথা নয় । এটা একসময় আমরা মেনে চলতাম । কিন্তু এখন সবই হচ্ছে । হয় তৃণমূল নয় বিজেপি । রাজনাতি চলছে । এটা হওয়া উচিত না । কিন্তু হচ্ছে । আমার আর কী করার আছে ।
Last Updated : Dec 29, 2020, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details