দ্রুত গতির জন্যই পোলবায় পুলকার দুর্ঘটনা, মত ফরেন্সিকের - Forensic Specialist
দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ৷ গতিবেগ ছিল প্রায় 90 কিলোমিটার ৷ তবে অন্য গাড়ি ধাক্কা মারার কারণে এই দুর্ঘটনা কি না তা ফরেন্সিক রিপোর্টে জানা যায়নি ৷ গতকাল গাড়িটি পরীক্ষার পর এমনই অভিমত ফরেন্সিক বিশেষজ্ঞদের ৷