রেস্তরাঁর দরজা বন্ধ করে প্রাইভেট পার্টি, গ্রেফতার 14 - শিলিগুড়িতে গ্রেফতার 14
করোনার জেরে রাজ্যব্যাপী কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার ৷ এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির সেভক রোডের একটি বন্ধ শপিং মলের বিলাসবহুল রেস্তরাঁয় বাইরের দরজা বন্ধ করে চলছিল প্রাইভেট পার্টি ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ । ঘটনায় 14 জনকে মত্ত অবস্থায় গ্রেফতার করে পুলিশ । 14 জনের মধ্যে পাঁচজন মহিলা ।