রাধানগরে লোকালয় থেকে উদ্ধার 12 ফুট লম্বা পাইথন - পাইথন
লোকালয়ে পাইথন আতঙ্ক ৷ শুক্রবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার রাধানগর রেঞ্জের কলেজ হস্টেলের পিছনে থেকে উদ্ধার করা হয় বারো ফুট লম্বা পাইথন ৷ রাতেই বন দফতরের আধিকারিক ও কর্মীরা পাইথন টিকে উদ্ধার করে ছেড়ে দেয় গভীর জঙ্গলে ৷
Last Updated : May 15, 2021, 7:55 PM IST