বাস-ইন্ডিকার মুখোমুখি সংঘর্ষে আহত ১০ - 10 injured in bus and indica accident at Marishda
বাস ও ইন্ডিকার মুখোমুখি সংঘর্ষে আহত 10 । আজ সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দুরমুঠ এলাকায়, 116বি জাতীয় সড়কে । কলকাতা থেকে দিঘা আসার সময় বাসের সঙ্গে উলটো দিক থেকে আসা ইন্ডিকার সংঘর্ষ হয় । পরে পাশে থাকা নয়ানজুলিতে দুটি গাড়িই পড়ে যায় । মারিশদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে আসে । স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পুলিশ কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।