পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Lovlina Borgohain : হাজারো প্রতিবন্ধকতাকে নক আউট করে অলিম্পিকসে পদকজয় নিশ্চিত লভলিনার - লভলিনার অলিম্পিকস পদক জয়ের যাত্রা

By

Published : Jul 30, 2021, 8:32 PM IST

Updated : Jul 31, 2021, 7:45 AM IST

চলার পথে এসেছে হাজারো প্রতিন্ধকতা ৷ করোনা, লকডাউন অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ তারপর অসুস্থ হয়ে পড়েন মা ৷ অপারেশন হয় ৷ কিন্তু বক্সিং রিংয়ের মতোই জোরালো পাঞ্চে সব বাধাকে হারিয়ে দিয়েছেন অসমের গোলাঘাট জেলার মেয়ে লভলিনা বরগোঁহাই ৷ অলিম্পিকসের মঞ্চে অভিষেকেই পদক নিশ্চিত করে বাজিমাত করেছেন ৷ অসম কন্যার চোখ এখন সোনার পদকের দিকে ৷ লভলিনার হাত ধরে সোনার পদকের আশাতে বুক বাঁধছে বিহুর দেশ ৷ নাচ-গান আতসবাজি পুড়িয়ে ভূমিকন্যার মেয়ের সাফল্য উদযাপন করছেন অসমবাসী ৷
Last Updated : Jul 31, 2021, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details