খুলছে না সিনেমা হল, কী বলছেন হল মালিকরা ? - cinema hall to open
আর সব কিছু খুলে গেলেও লকডাউন হয়ে রয়েছে দেশজুড়ে সিনেমা হলগুলোতে । এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদনের জানানো হচ্ছে EIMPA-র পক্ষ থেকে । মিলছে না উত্তর । এই পরিস্থিতিতে কী ভাবছেন হল মালিকরা ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।